রাজধানীর কলেরা প্রবণ ৬ এলাকায় টিকা খেলেন ১২ লাখ গ্রহীতা

টিকা খাওয়ার পর মিলছে এমন একটি কার্ড, যা একমাস পর দ্বিতীয় ডোজ খাবার সময় কাজে লাগবে। ছবি : এম আর জান্নাত স্বপন।

তাসকিনা ইয়াসমিন : রাজধানীর কলেরা প্রবণ ৬ এলাকায় টিকাদান কার্যক্রমের মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ছিল শেষ দিন। এদিন অনেক স্পটে সকালেই টিকা শেষ হয়ে যায়। যার ফলে, অনেকেই টিকাকেন্দ্রে গিয়ে বিফল মনে ফিরে আসেন। রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা নিশি আক্তার জানান, সকালে তিনি ছেলে আলিফ, বোন নিমা এবং সাদিয়াকে নিয়ে আজিমপুর দায়রা শরীফ এলাকার টিকাকেন্দ্রে যান। সেখানকার […]