তাঁর পুরো নাম, এম আর জান্নাত স্বপন। তবে তিনি, অনলাইন জগতের মানুষের মধ্যে, মেষ তাড়ুয়া নামে পরিচিত। জন্ম ২ ফেব্রুয়ারী, কুড়িগ্রামের উলিপুরের তিস্তা নদীর পাড়ের এক প্রত্যন্ত গ্রামে। গাজিপুরে নিতান্ত শখের বসে সাইবার ক্যাফে থেকে ওয়েবসাইট বানানো শুরু করলেও, এখন…
রেদওয়ান ইবনে সাইফুল: দেশের তরুণ প্রজন্মের অধিকাংশ সময় হতাশায় নিমজ্জিত থাকে কি করবে , কি করবে না ভেবে , তারা বুঝতে পারেনা কি করা উচিৎ, কি করে আমাদের ভাগ্যের চাকা ঘোরানো যাবে সে চিন্তায় মত্ত থাকে। কিন্তু দিশা খুঁজে পায়…
তাসকিনা ইয়াসমিন : রাজধানীর কলেরা প্রবণ ৬ এলাকায় টিকাদান কার্যক্রমের মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ছিল শেষ দিন। এদিন অনেক স্পটে সকালেই টিকা শেষ হয়ে যায়। যার ফলে, অনেকেই টিকাকেন্দ্রে গিয়ে বিফল মনে ফিরে আসেন। রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা নিশি আক্তার জানান, সকালে…
দীর্ঘ ১৭ বছর ধরে সফলতার সাথে বাংলাদেশের গাজীপুরের টেক্সটাইল মিলের চাকুরী জীবন অতিবাহিত করে অনিশ্চিত জীবনে পা রাখা খুব সম্ভবত রোমাঞ্চপ্রিয় মানুষের কাজ। তাও যদি হয় ওয়েৰ সাইট ডেভলপমেন্ট এর মত সৃজনশীল কাজে নিজেকে সপে দেওয়া হয়। শুধু কি তাই…
তাওহীদ হাসান, ঢাকা: অনেকটা প্রয়োজনেই পোষাক শিল্পে চাকরী করতেন এম আর জান্নাত স্বপন। লেখাপড়ার পার্ট চুকিয়ে নেমে গেছিলেন এই সেক্টরে। ছিলেন অত্যন্ত পরিশ্রমী। বেশ ভালো করছিলেন ক্রমবর্ধমান এই শিল্পে। পাশাপাশি সাংবাকিতায়ও কিছুটা বিচরন ছিল তাঁর। ক্যারিয়ারের শুরু থেকে জড়িয়ে থাকা…
সফল মানুষ মানেই হচ্ছে নিজের সফলতার জন্য, নিজের মত করে পথ সৃষ্টি করে নেয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন পথে আলোর দিশা খুঁজে পাওয়া হচ্ছে দুরন্ত পথিকের কাজ। তেমনি এক দুরন্ত পথিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো। বাংলাদেশের ওয়েব ডেভেলপমেন্ট…
তাঁর পুরো নাম, এম আর জান্নাত স্বপন। তবে তিনি, অনলাইন জগতের মানুষের মধ্যে, মেষ তাড়ুয়া নামে পরিচিত। নিতান্ত শখের বসে, ওয়েবসাইট বানানো শুরু করলেও, এখন তিনি প্রতিষ্ঠিত, ওয়েবসাইট ডেভেলপার। দেশি-বিদেশি অনেক সাইটই বানিয়েছেন তিনি। এমনকি বেশ কিছু নিউজ পেপরেরও ডিজাইনার।…
সম্ভবত রংপুরে যখন ছিলাম তখন আমি স্বপন ভাইকে চিনতাম। এই সম্ভবত বলার কারণ হলো তখন স্বনামে তাকে চিনি না, সম্ভবত মেশতাড়ুয়া ছদ্মনামে লেখালেখি করতেন, যার অধিকাংশই প্রযুক্তি বিষয়ক। তিনি সেই স্বপন কি না আমি এখনো নিশ্চিত না। মোটামুটি ধরেই নিয়েছি,…
প্রত্যাখ্যাত আর ব্যর্থ হওয়ার ঘটনা তার অসংখ্য। পথচলায় জীবন মোড় নিয়েছে বারবার। কিন্তু বর্তমানে তিনি ফ্রিল্যান্স ওয়েব ডেভলপার হিসেবে সফল একজন। ভার্চুয়াল জগতে সবাই চেনে মেষ তাডুয়া নামে। ওয়েব ডিজাইন শেখা শুরুর দিকে ফ্রিতে ওয়েব সাইট বানিয়ে দিতেন। এই এম…